শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, সরকারি কাজে গিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়া যাবে না। ৩১ অক্টোবর বিকালে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ওই কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কেউ সরকারি সুবিধা নিয়ে রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।
নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদরা কেউই সরকারি সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না উলেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে নেয়া।
