সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলার হাপানিয় সীমান্ত এলাকা হতে ২৭ অক্টোবর রোববার ভোরে ১৭ বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকার বেশ কিছু গরু ব্যাবসায়ী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ২৩৬নং পিলারের নিকট দিয়ে গরু নিয়ে ফেরার পথে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহল রত জোয়ানরা ধাওয়া করে উপজেলার দক্ষিন বেলডাঙ্গা গ্রামের ইব্রাহিম হোসেন (১৯) হাপানিয়া শিয়ালমারী গ্রামের জহুর আলী (২৭) হাপানিয়ার আব্দুর রহমান(৩২) আরিফুল হক (২৬) সুভাস পাল (২৫) রনজিত পাল (২০) ও শ্রীধর বাটি পালাশ ডাঙ্গা গ্রামের সানাউলা (২৬) সহ ১৭জন বাংলাদেশীকে আটক করে। বিষয়টি জানা জানি হলে হাপানিয়া বিওপি ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি পান্নাপুর বিএসএফ ক্যাম্পকে পত্র দ্বারা জানালে তাৎক্ষনিক তারা এর কোন উত্তর দেয়নি। এ বিষয়ে নিতপুর বিজিবি কোম্পানী সদর কমান্ডার সুবেদার ওসমান গনির সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে কতজনকে বিএসএফ আটক করেছে তার সঠিক পরিষখ্যান দিতে পারেননি। বিএসএফ প্রত্রের উত্তর দিলে এর সঠিক সংখ্য জানা যাবে বলে তিনি জানান।
