পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা : জেলার পীরগঞ্জে বিএনএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ১৫ তম আন্তজেলা টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় পাবলিক ক্লাব মাঠে শেষ হয়েছে । ২৫ অক্টোবর শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই খেলায় হরিপুর উপজেলার চৌরঙ্গি একাদশ ১-০ গোলে পীরগঞ্জ কলেজ বাজার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ঠাকুরগাও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন।
বিএনএস স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যান্য অতিথিদের মধ্যে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইমদাদুল হক, হরিপুর উপজেলা চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগ নেতা রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বশির উদ্দিন বিষু চৌধুরী, বিএনএস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি বেলাল হোসেনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।