ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুক্রবার রাজপথ দখলের ঘোষণা আওয়ামী লীগের

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৪, ২০১৩ ৯:৪১ অপরাহ্ণ

আওয়ামীলীগশ্যামলবাংলা ডেস্ক : ২৫ অক্টোবর শুক্রবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে  রাজধানীজুড়ে। একই দিনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নেতারা মাঠ দখলের রাখতে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে দলীয় নেতা-কর্মীদের দিয়েছেন নানা নির্দেশনা। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ওই ঘোষণা দেওয়া হয়।
বর্ধিত সভা থেকে বলা হয়, যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিএনপি-জামায়াতকে রাজপথে নৈরাজ্য করার কোনো সুযোগ দেওয়া যাবে না। রাজপথসহ গোটা রাজধানী আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রাখতে হবে। এ জন্য শুক্রবার থেকে রাজধানীর মসজিদগুলোতে অবস্থান গ্রহণের পাশাপাশি পাড়া মহল্লায় অপরিচিত কাউকে দেখামাত্র পুলিশের হাতে তুলে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলকে মোকাবেলা করতেই তাদের ওই নির্দেশ।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী ও মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, রাজপথে যে কোনো অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। এ পবিত্র দায়িত্ব পালন করতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। তিনি বলেন, মধ্যযুগীয় কায়দায় চর দখলের মতো দা-কুড়াল, বল্লম নিয়ে বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথে নামতে বলেছে। এটা কোন ধরনের গণতন্ত্র? বাংলার জনগণ আপনাদের দা-কুড়াল নিয়ে নৈরাজ্য করার সুযোগ দেবে না। নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ। সংসদ যতদিন থাকবে সরকার তত দিন থাকবে। সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সংসদ বহাল থাকবে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের কাছে তথ্য আছে গুপ্ত হামলা হতে পারে।  সবাইকে সর্তক থাকতে হবে। জামায়াত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা ঢাকা ও তার আশপাশের মসজিদগুলোতে অবস্থান নিচ্ছে। যারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে চায় তারা মসজিদগুলোকে অপবিত্র করতে পারে। কিন্তু তাদের সে সুযোগ দেওয়া যাবে না। নানক বলেন, এ জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের শুক্রবার মসজিদগুলোতে অবস্থান নিতে হবে। যাতে মসজিদ থেকে কেউ উস্কানি দিতে না পারে। তারা নামাজ পড়ার আড়ালে মসজিদে বসে যেন কোরআন সুন্নাহ বিরোধী অপপ্রচার চালাতে না পারে। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে নানক বলেন, সন্ত্রাসের পথ থেকে সরে এসে আপনাকে শান্তির পথে আসতেই হবে। নইলে জনবিছিন্ন হয়ে যাবেন এবং বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যার যা কিছু আছে তাই নিয়ে আমরা যেমন দেশ স্বাধীন করেছি, ঠিক সেভাবেই পাড়া-মহল্লা থেকে এবারো যার যা কিছু আছে তাই নিয়ে দুশমনের (বিএনপি-জামায়াত) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের তিনি বলেন, এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখবেন অপরিচিত কাউকে দেখেন কিনা। দেখে সন্দেহ হলেই পুলিশের হাতে তুলে দিন। অপরিচিতদের শনাক্ত করে উত্তম-মধ্যম দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। ২৫ অক্টোবর আওয়ামী লীগ সমাবেশ করবে কি না? জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা রাজধানীর তিনটি জায়গায় সমাবেশ করার অনুমতি চেয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের অনুমতি পেলে সমাবেশ করবো, নইলে সমাবেশ করবো না।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!