পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীতে আইন শৃংখলা বাহিনীর উপর হামলা এবং নাশকতা সৃষ্টির লক্ষ্যে রেললাইন থেকে বস্তা ভর্তি পাথর নিয়ে যাবার পথে জনতার হাতে আটক তবিবুর রহমান (২২) নামে এক শিবির নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোর্পদ করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার কাজীপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আটক তবিবুর রহমান রংপুরের মিঠাপুকুর থানার ইসলামপুর গ্রামের আ. মজিদের ছেলে। সে কাপাসিয়া শিবিরের সহ-সভাপতি ও রাজশাহীর মতিহার থানার পাহাড়পুর জামে মসজিদের ঈমাম।
জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬ টায় তবিবুর রেল লাইনের পাথর বস্তায় ভর্তি করে ভ্যান যোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পথে পুঠিয়া উপজেলা বেলপুকুরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পৌঁছলে জনতার হাতে ধরা পড়ে। পরে সে স্বীকার করে বৃহস্পতিবার ও শুক্রবার নাশকতা সৃষ্টির জন্য এবং আইন শৃংখলা বাহিনীর উপর হামলার উদ্দেশ্যে বস্তা ভর্তি পাথর নিয়ে যাচ্ছিল। পরে বিষয়টি গ্রামবাসী পুঠিয়া থানা পুলিশকে জানালে পুলিশ বস্তা ভর্তি পাথরসহ তবিবুরকে আটক করে থানায় নিয়ে যায়। থানা পুলিশের জিজ্ঞাসাবাদেও সে ওই ঘটনার সত্যতা স্বীকার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, তবিবুরের বিরুদ্ধে ইতোপূর্বে একটি ভাংচুরের মামলা রয়েছে বলে পুঠিয়া থানা সুত্র জানায়।
