মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে অপহরণের একমাস পর হিন্দা গ্রামের অপহৃত যুবক পিপুল হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় মহাম্মদপুর গ্রামের পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে অপহরণ হয় হিন্দা গ্রামের একছার আলী ওরফে সাধুর ছেলে পিপুল হোসেন। ওই ঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নদীতে হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে যাওয়ার সময় পুলিশ তা উদ্ধার করে। পরে নিহতের পিতা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আলম জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
