রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর(নেত্রকোনা) : দুর্গাপুরে বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি (বাচসকস) এর চতুর্থ ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৮ অক্টোবর অনুষ্টিত হতে যাচ্ছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রাথী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে স্বাস্থ্য বিভাগে কর্মরত মো. আ. লতিফ (ছাতা), উপজেলা নির্বাহী অফিসে কর্মরত মো. শরিফ আহমেদ (চেয়ার) প্রতীকে, সাধারণ সম্পাদক পদে মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত মো. রফিকুল ইসলাম রফিক (ফুটবল), জনস্বাস্থ্য বিভাগে কর্মরত মো. রফিকুল ইসলাম রফিক (হরিণ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ১শ ১০ জন ভোটার ওই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি প্রার্থী আ. লতিফ বলেন এর আগেও আমি ৩বার সভাপতি হিসেবে কর্মচারীদের কল্যানে নিবেদিত হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম। বিগত দিনের কথা চিন্তা করে সংখ্যাগরিষ্ঠ কর্মচারী ভাই বোনেরা আমার ছাতা প্রতীকে ভোট প্রদান করবেন বলে আমার বিশ্বাস । আমি নির্বাচিত হলে কর্মচারীদের কল্যানে সর্বদা কাজ করে যাব।
