চাঁপুর থেকে মোঃ খুরশিদ আলম : চঁদপুরের হাইমচরের মেয়ের বিয়েতে ভাড়াকরে আনা জেনারেটর শর্টে করুন মৃত্যু হয়েছে মায়ের। ২৩অক্টোবর বুধবার বিকেল ৪টায় চাঁদপুরর হাইমচর মহজমপুর গ্রামে এ করুন ঘটনাটি ঘটেছে।

জানা যায় বুধবার দুপরে আঃ সাত্তার গাজীর মেয়ের বিয়ে উপলে পরিবারের সদস্যরা দুপুরে যখন বরপরে বাড়ীতে গায়ে হলুদের তত্তনিয়ে ব্যস্ত ঠিক সে সময় সাত্তার গাজীর স্ত্রী নাসিমা বেগম(৪০) ঘরের কাজ করতে গিয়ে জেনারেটরের তারের সাথে হাত লাগলে ঘটনাসস্থলেই মৃত্যুর শিকার হন।
পরিবারের লোকজন এসে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন। কন্যার বিয়ে আর দেখা হলো না হতভাগ্য মা নাসিমার।
