ইয়ানুর রহমান : ২০ অক্টোবর রোববার সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) এজেডএম ফিরোজ (৬০) মৃত্যুবরণ করেছেন।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর জহুরুল ইসলাম জানান, এজেডএম ফিরোজ সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেণ।
এজেডএম ফিরোজ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দু’বার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এজেডএম ফিরোজ যশোর জেলা আওয়ামী লীগের এক সময়ের কাণ্ডারি ও বারবার নির্বাচিত সংসদ সদস্য রওশন আলীর বড় ছেলে। এজেডএম ফিরোজের একমাত্র ছেলে অর্ণব ৮ মাস আগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এজেডএম ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ। আওয়ামীলীগের সহ-সভাপতি সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, জেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু ও সাধারন সম্পাদক আলহাজ নুরুজ্জামান ছাড়াও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এজেডএম ফিরোজের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নেতারা তার আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
