এস.এম তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদুল আযহা উপলক্ষে ২ শতাধিক দুস্থ, অসহায় ও সম্বলহীন পরিবারের মাঝে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বস্ত্র বিতরন করা হয়েছে।
১৩ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত ওই বস্ত্রবিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব আলী, উপজেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা দিলীপ দে, উপজেলা নির্বাচন অফিসার ফরিদ উদ্দিন প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
