শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার বিএনপিকে বাদ দিয়ে এক তরফা নির্বাচনের পরিকল্পনা করছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজিরউদ্দিন জেহাদের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলে জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ওই কথা বলেন।
তিনি বলেন, সেজন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হচ্ছে, ভোট কেন্দ্রে শতকরা ৫০ ভাগের ওপর ভোট কাস্টিং দেখাতে হবে। বিএনপির এই নেতা এক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, একতরফা নির্বাচনে শতকরা ১০ ভাগ ভোটারও কেন্দ্রে হাজির হবে না। ৬৪ জেলার মধ্যে ২৪টি জেলায় ভোট বাক্স নেয়া সম্ভব হবে না এবং অন্য ২৪টি জেলায় ভোট শেষে ভোট বাক্স ফিরিয়ে আনা সম্ভব হবে না আর বাকি জেলাগুলোতে শতকরা ১০ ভাগ ভোট কাস্ট হতে পারে।

তিনি সরকারকে ‘একতরফা নির্বাচনের পথ’ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, এর পরিণতি ভালো হবে না। বিএনপি কোনোভাবেই ওই পরিকল্পনার বাস্তবায়ন হতে দেবে না।
খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সরকারের একগুয়েমীর কারনে দেশের গণতন্ত্র, স্বাধীনতা আজ ধ্বংসের মূখে । তারা জনগণের গণদাবীকে তোয়াক্কা না করে গায়ের জোরে আবার মতায় আসতে চাচ্ছেন।
নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলন থেকে শিা নিয়ে ঈদের পর সরকারকে হটাতে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উলাহ আমান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, ফজলুল হক মিলন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, খোন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মনি, শিরিন সুলতানা, হাবিবুল ইসলাম হাবিব প্রমূখ।
