মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে।‘আমরা ল্যাট্রিন স্বাস্থ্য সম্মত করবো, নিয়মিত ব্যবহার ও পরিস্কার রাখবো’ এ শ্লোগানকে সামনে রেখে ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার দিকে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
কুলাউড়া জনমিলন কেন্দ্রে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব এবং পিএইচডি ইউনিয়ন ফ্যাসিলেটর আব্দুল মানিক এর যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি মৌলভীবাজার-২ আসনের এমপি নওয়াব আলী আব্বাছ খান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত করতে সার্বিক স্যানিটেশন কার্যক্রমে সরকারের পাশাপাশি এনজিওরা কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এবং সকলের অংশ গ্রহণে সার্বিক স্যানিটেশন নিশ্চিত করে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন ভাবে পরিচিতি লাভ করবে। এমপি আলী আব্বাছ বলেন, বিশেষ করে চা-বাগান, হাওর ও জনবসতি বস্তি এলাকায় স্যানিটেশনের কার্যক্রম বৃদ্ধি করে সচেতনতা তৈরী করতে পারলে আমাদের সাফল্য অর্জন সম্ভব হবে ।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আলা উদ্দিন আল আজাদ, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহাজাহান, পুথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী এলজিইডি আবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আছির উদ্দিন, জাপা উপজেলা সভাপতি এম লুৎফুল হক ও সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, ব্র্যাক ওয়াশ এর আঞ্চলিক ব্যবস্থাপক সুলতানা আক্তার, জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. খালেদ পারভেজ বখ্শ, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আব্দুছ সালাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবুল কাসেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও সমন্বয়কারী পল্লী উন্ন্য়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, ব্র্যাক ওয়াশ এর উপজেলা ব্যবস্থাপক সাইফুল আলম প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জনসচেতনতার লক্ষ্যে সকালে ইউএনও মো. শামছুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) হাসিনা ইসলাম, শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, উপজেলা পল্লী উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানা পারভিন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্র“পের সাধারন সম্পাদক মোঃ সামছুউদ্দিন বাবুসহ স্থানীয় স্কুল এর ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন এনজিও স্ংস্থার কর্মীরা ও সামাজিক সংগঠনের অংশগ্রহনে কুলাউড়ায় এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে ।
