শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমরা একতরফা নয়, সবার অংশগ্রহণে নির্বাচন চাই। সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সবাই আশা করে। ৭ অক্টোবর সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই কথা বলেন।

বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেন অভিযোগ করেন, আপনি চাইছেন, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হোক। অসংবিধানিক সরকার মতায় আসুক। তিনি আরে অভিযোগ করেন, বিরোধী দলীয় নেত্রী অগণতান্ত্রিক ও অসংবিধানিকভাবে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন তা শিষ্ঠাচার বহির্ভূত ও অগণতান্ত্রিক তিনি বিরোধী দলীয় নেত্রীকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়াও তিনি বিরোধী দলীয় নেত্রীকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের রূপরেখা দিন, যাতে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করতে পারি।
