স্টাফ রিপোর্টার : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের বিকল্প বিএনপি নয়। আমাদের কিছু ভুলত্রুটি থাকতে পারে, কিন্তু তারপরও রাজনীতি, উন্নয়ন, অর্থনীতি সবকিছু মিলিয়ে তাদের শাসনামল আর আমাদের শাসনামল জনগণ দেখেছে। এসব কোন বিষয়েই তারা কোনোভাবেই আওয়ামী লীগের চাইতে ‘বেটার’ হতে পারেনা। তিনি প্রশ্ন রেখে বলেন, অনেক শরিককে নিয়ে তারা জোট করেছে। কিন্তু এখনই তাদের যে চেহারা এবং সিলেটে সিট ভাগাভাটি নিয়ে মারামারি যা দেখলাম, তারা ক্ষমতায় গেলে কি করবে, তা এখনই টের পাওয়া যাচ্ছে। ৬ অক্টোবর রবিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কে চেল্লাখালি নদীর ওপর ‘বুরুঙ্গা সেতু’ ও ‘চেল্লাখালি সেতু’ উদ্বোধন উপলক্ষে শেরপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ওইসব কথা বলেন।
দেশে এখন সংকটকাল চলছে বলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের মডেল বলা হয়, যারা সারা বিশ্বের গণতন্ত্রের মোড়লি করে, তাদের দেশেই আজ গভীর রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। নিজেদের অভ্যন্তরীণ সংকটের কারণে তাদের দেশের প্রেসিডেন্ট বিদেশ সফর রহিত করতে বাধ্য হয়েছেন। সংকট যেমন আছে, এর সমাধানও রাজনৈতিকভাবেই বের হয়ে আসবে। তবে আমরা খালি মাঠে খেলতে চাইনা, সকলের অংশগ্রহণেই খেলতে প্রস্তুত। তিনি বিএনপি নেত্রীর সর্বদলীয় প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা প্রসঙ্গে বলেন, তারা আসলে প্রতিরোধ কমিটির আদলে নিবাচনী কেন্দ্র কমিটি গঠন করতে চাচ্ছেন। এ থেকেই বুঝা যায় তারা নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছেন।
যোগাযোগমন্ত্রী সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, ছানোয়ার হোসেন ছানু, মিনহাজ উদ্দিন মিনাল, আলহাজ্ব এসএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, এডভোকেট রফিকুল ইসলাম আধার, রফিকুল ইসলাম চেয়ারম্যান, ওয়াসীনুল বারী রুমী, শামছুন্নাহার কামাল, হাবিবুর রহমান হাবীব, প্যানেল মেয়র নজরুল ইসলাম, নাজমুল হাসান সম্রাট প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে যোগাযোগমন্ত্রী নালিতাবাড়ী উপজেলায় বুরুঙ্গামারী ব্রীজ ও চেল্লাখালী ব্রীজ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
