শ্যামলবাংলা ডেস্ক : সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে তিনজনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে ওই তিন জনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৪ অক্টোবর শুক্রবার বিকালে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম ওই তথ্য জানান।
শুক্রবার আইসিটি আইনের ৫৪, ৫৭ ও ৬৩ ধারায় শাহবাগ থানায় দায়ের করা মামলার তিন আসামির মধ্যে ট্রাইব্যুনালের মাস্টার রোলের কর্মচারী নয়ন আলীকে গ্রেপ্তার কেেরছে পুলিশ।
