মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তায় গ্রাহকদের ভূমিকা শীর্ষক এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পল্লীবিদ্যুৎ সমিতি রিজিয়ন-২ এর উদ্যোগে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থীর অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আছিয়া, দ্বিতীয় স্থান নজিপুর উচ্চ বিদ্যালয়ের জোবায়ের আহম্মেদ ও তৃতীয় স্থান পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের প্রিয়াঙ্কা রাণী।
রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রফিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াজেদ আলী, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলহাজ্ব আব্দুর রউফ, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পল্লীবিদ্যুৎ সমিতি পত্নীতলার সাবেক পরিচালক জাহাঙ্গির আলম প্রমুখ।
