তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পে অর্থের কোন সমস্যা নেই। নিদিষ্ট সময়ে চার লেন প্রকল্পের কাজ সম্পন্ন হবে। তিনি ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেন প্রকল্পের কাজের বিভিন্ন অংশ পরিদর্শনকালে ওই কথা বলেন।
মন্ত্রী ঢাকা থেকে তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী যাওয়ার পথে মহাসড়কে দাউদকান্দির ইলিয়েটগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিকদের সাথে চার লেন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, একটি গুজব উঠেছে মহাসড়ক উন্নয়নে অর্থ নেই। মহাসড়ক উন্নয়নে যথেষ্ট পরিমান অর্থ রয়েছে এবং বিভিন্ন সড়কের উন্নয়ন কাজও অব্যহত রয়েছে। তিনি বলেন, এ সরকারের আমলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ প্রতিটি মহাসড়কের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ওইসময় মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্ত্রী নিদের্শ দেন। কুমিল্লার অংশে ওইসব অবৈধ যান চলাচল বেশী বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় যোগাযোগ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়সহ সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা, কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, চার লেন উন্নতীকরণ প্রকল্পের ঠিকাদারবৃন্দ ও স্থানীয় প্রশাসন।
