শ্যামলবাংলা ডেস্ক : জামায়াত-শিবিরের হরতালে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ ও গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬ জনকে আটক করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, জামায়াতের ডাকা হরতালের প্রথমদিনে সাতকানিয়া উপজেলার জোটপুকুরিয়া এলাকায় টহল পুলিশের উপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। ওইসময় এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবারও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর করে জামায়াত শিবির কর্মীরা।
সাতকানিয়া থানার এসআই হারুনুর রশিদ জানান, বুধবার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৮ জন ও হরতালের গাড়ি ভাংচুরের ঘটনায় ৮ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গাড়ি ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
