শ্যামলবাংলা ডেস্ক : মার্কিন টিভি চ্যানেল এনবিসিকে দেয়া এক ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগদিতে নিউইয়র্ক সফরসূচীতে ওবামার সঙ্গে বৈঠকের কথা না থাকলেও সেসময় বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি তিনি।

ড.হাসান রুহানি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।রাজনীতিতে সবই সম্ভব।
জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন সম্মেলনে ইরানের পররাষ্ট্র নীতি, পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তেহরানের অবস্থান তুলে ধরা হবে বলে জানান ড. রুহানি। তিনি বলেন, গত নির্বাচনে ইরানের জনগণ ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের পে রায় দিয়েছে। পররাষ্ট্র নীতিতে ভারসাম্যের অর্থ হলো বিশ্বের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক।
আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সম্মেলনে ভাষণ দেবেন রুহানি। সম্মেলনের অবকাশে তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
