শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে ওই কথা জানান, নির্বাচন কমিশনার ব্রি.জে (অব) মো: জবেদ আলী।

জাবেদ আলী বলেন, আইন অনুযায়ী যে কোন দিন সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী ৯০দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে আমরা প্রস্তুত। ভোটার তালিকা, কেন্দ্র তালিকা, উপকরণ সংগ্রহ শেষ পর্যায়ে। আগামী মাসের মধ্যে দাতা সংস্থাদের দায়িত্বে থাকা উপকরণ চলে আসবে।
ইসিকে মেরুদণ্ডহীন আখ্যায়িত করার বিরোধী দলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার জাবেদ আলী দাঁড়িয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন- আমরা সুস্থ আছি, মেরুদন্ড সোজা আছে। আগামী নির্বাচনে প্রতিটি প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। দেশি-বিদেশি পর্যবেকদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও নিরপে হওয়ার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সম হবো। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আমাদের দায়িত্ব।
