স্টাফ রিপোর্টার : ছন্দে ও শৈলিতে বুদ্ধি বিকাশ কার্যক্রমের আওতায় শেরপুরে প্রাথমিক শিক্ষাস্তরে গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ‘দীপশিখা’ শিক্ষা কর্মসূচীর আওতায় আয়োজিত প্রতিযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চিত্রাংকন, নাচ, গান, আবৃত্তিতে প্রি-প্রাইমারী, ইএসপি এবং ব্র্যাকের নিজস্ব পরিচালিত শেরপুর জেলার প্রাথমিক স্তরের ৭শ ৪০ টি স্কুলের ২২ হাজার ২শ শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।


