ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্ত: স্কুল শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার হাজী অছি আমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক পেইস ঝিনাইগাতীর আয়োজনে ওই বিতর্ক প্রতিযোগিতায় ৮টি স্কুল অংশ গ্রহণ করে।
বিতর্কের বিষয় ছিল ‘কেবল সামাজিক সচেতনতাই যৌতুক প্রথা দূর করতে পারে’। ওই প্রতিযোগিতায় রাংটিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় ব্র্যাক পেইস কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মাহফুজুর রহমান, ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল হকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
