শ্যামলবাংলা বিনোদন : স্বপন আহমেদ পরিচালিত দেশের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে নির্মিত ‘পরবাসিনী’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং হবে ইউরোপের কয়েকটি দেশে। শুটিংপূর্ব প্রস্তুতি নিতে এখন তিনি প্যারিসে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই শুটিং শুরু হবে।
স্বপন আহমেদ জানান, ইউরোপে প্যারিস, রোম, জেনিভা, বোলজানোতে সেপ্টেম্বর মাসে শুটিং এ প্রস্তুতি চলছে। এতে বাংলাদেশ থেকে অংশ নেবেন অভিনেতা ইমন এবং স্থানীয় কয়েকজন অভিনয় শিল্পী। মুম্বাইয়ের এক নায়িকাও ইউনিটের সাথে যোগ দেবেন। তবে সবাইকে সারপ্রাইজ দিতে তার তার নামটা এখনই জানানো হচ্ছে না। তিনি আরও জানান, ইমন ইউনিটের সঙ্গে যোগ দেবেন ১২ সেপ্টেম্বর, কাজ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ পর্যায়ে শুটিং শেষ করতে ২০ দিন লাগবে।
তিনি জানিয়েছেন, এই সিনেমার অন্য দুই শিল্পী নীরব ও মেহজাবীনের কাজ ইতোমধ্যে বাংলাদেশেই শেষ হয়েছে। তাদের অভিনীত চরিত্রের পুরো অংশটাই দেশের মাটিতে। তাই এ পর্যায়ে তারা থাকছেন না।
