পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে আলমাস আলী (২২) নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। ২৬ আগস্ট সোমবার রাত ৯ টার দিকে নদীতে মাছ ধরার সময় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্নাবাড়ী গ্রামের আব্দুল গণির ছেলে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে কারাগারে প্রেরণ করা হয়েছে।
চাটমোহর থানার এএসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুমানী নদীতে অভিযান চালানো হয়। এসময় আলমাস মাছ ধরছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে নদী লাফিয়ে পড়ে পালানোর চেষ্ঠা করে। পুলিশও পানিতে ঝাঁপিয়ে পরে সাঁতরিয়ে তাকে গ্রেফতার করে।
২০১১ সালে চাটমোহর থানায় আলমাসের বিরুদ্ধে (জিআর ১৭৯/১১) নং মুলে একটি মামলা হয়। মামলার পর থেকে সে পলাতক ছিলো। আদালত আলমাসকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
