শ্যামলবাংলা ডেস্ক : গণমাধ্যমের সামনে এই প্রথম বিরোধী দলের দাবির পক্ষে কথা বললেন নোবেল বিজয়ী ড. ইউনূস। রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে কথা বললেন তিনি।
২২ আগস্ট বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতিতে দেশে অশান্তির আশংকা করে ড. ইউনূস বলেন, তত্বাবধায়ক ছাড়া নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সেইসাথে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহবান জানান তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা আন্দোলন চালিয়ে আসছে।
বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে সমাঝোতায় আনার উদ্যোগ নেওয়ার প্রশ্নে ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমাঝোতার কোনো রাস্তা তার হাতে নেই।

যৌথ সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মনে করেন, আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক দুটি রাজনৈতিক বলয় সুষ্ঠু ধারার রাজনীতি থেকে অনেক দূরে রয়েছে। তাই নির্বাচনে নিরপেক্ষ রেফারি দরকার।
শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে কাদের সিদ্দকী বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া আগামী জাতীয় নির্বাচন সম্ভব নয়।
অন্যান্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি নাসরিন সিদ্দিকী ও ইকবাল সিদ্দিকী প্রমূখ।
