শ্যামলবাংলা ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) পরীক্ষার মাত্র আড়াই মাস বাকি। এ সময়ে এসে অনেকটা আকস্মিকভাবেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কারিকুলাম ও ইংরেজির প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
অবশ্য গণিত বিষয়ে মান পুনর্বণ্টনের জন্য সারাদেশের অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক দাবি থাকলেও তার কোনো পরিবর্তন করা হয়নি।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির বৈঠক শেষে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সরকারি ওই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, জেএসসি ইংরেজি প্রশ্নপত্রে বিদ্যমান প্রশ্ন কাঠামোতে ৩টি আনসিন প্যাসেজ থাকার বিধান রাখা হয়েছিল। বর্তমানে তা পরিবর্তন করে দুটি প্যাসেজ, একটি সিন আরেকটি আনসিন রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেএসসির চারু ও কারুকলা এবং শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারু ও কারুকলা এবং শারীরিক শিক্ষা পরীক্ষার সময় দুই ঘণ্টার পরিবর্তে আড়াই ঘণ্টা করা হয়েছে। জেএসসি গণিত বিষয়ে মান পুনর্বণ্টন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
