স্টাফ রির্প্টোার : পুলিশে চাকুরী দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় শেরপুরে জুলহাস আলী (৪০) নামে রাজস্ববিভাগের এক পিয়নকে হাজতে পাঠানো হয়েছে ।
আদালত সূত্রে জানাযায়, শেরপুর সদর উপজেলার ইলশা গ্রামের কৃষক মোঃ আইনাল হকের পুত্র মুসলীম উদ্দিনকে পুলিশ বিভাগে চাকুরী নিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের এমএলএসএস ও একই এলাকার বাসিন্দা জুলহাস আলী ৪লক্ষ ২৫হাজার টাকা হাতিয়ে নেয়।চাকুরী না হওয়ায় একাধিক দেন দরবারে কুষক আইনাল ৩ লক্ষ টাকা ফেরত পেলেও বাকী টাকার জন্য তাকে টালবাহানা করতে থাকে । ওই ঘটনায় আইনাল হক বাদী হয়ে আদালতে মামলা করলে পিয়ন জুলহাস আলী ১১ জুলাই মহামান্য হাইকোর্ট থেকে ১ মাসের অর্ন্তবর্তীকালীন জামিন নেয়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১১ আগস্ট শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদের আদালতে হাজির জামিনের আবেদন জানালে আদালত উভয় পক্ষের শুনাণী শেষে প্রতারক জুলহাস আলীকে জেল হাজতে প্রেরণ করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, জুলহাস আলী বর্তমানে ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে কর্মরত।
