শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন । সঙ্গে থাকবেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং জয়ের স্ত্রী ক্রিস্টানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
৩১ জুলাই বুধবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পীরগঞ্জের উদ্দেশ্যে বেলা ১১টার দিকে ঢাকা থেকে রওনা হবেন। বর্তমান সরকারের আমলে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি তৃতীয় সফর। প্রধানমন্ত্রী ও তার পরিবারের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাজধানী থেকে স্পেশাল টিম রংপুরে অবস্থান করছে।
হেলিকপ্টারে পীরগঞ্জের লালদীঘির ফতেহপুরে নির্মিত হেলিপ্যাডে নেমে শ্বশুরবাড়িতে যাবেন শেখ হাসিনা। পীরগঞ্জে তার স্বামীর কবর জিয়ারত, দোয়া মাহফিল ও পরিবারের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বিকাল ৩টার দিকে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভাষণ দেবেন তিনি। এ ছাড়া ড. ওয়াজেদ সেতুর উদ্বোধনসহ বিভিন্ন ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
