নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা ॥ শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুস সালামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা জাতীয়পার্টির আয়োজনে পৌরশহরের তারাগঞ্জ উত্তর বাজার দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যাপক আব্দুস সালামের বড় ছেলে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. শওকত সাঈদের সভাপতিত্বে স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আক্কাছ আলী, সাধারণ সম্পাদক মো.সোহেল রানা মিঠু প্রমুখ।
উল্লেখ্য, অধ্যাপক আবদুস সালাম উপজেলার নয়াবিল ইউনিয়নে ১৯৪২ সালে জন্ম গ্রহন করেন। তিনি ২০১১ সালে ১৭ মার্চ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

