‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন, গরজড়িপা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম প্রমুখ।
ওইসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

