শেরপুরের শ্রীবরদীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস নূরুন নবী, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
ওইসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

