২৬ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন
শেরপুরে পেশাগত জীবনের ৪০ বছর পূর্ণ করায় ৪ সিনিয়র আইনজীবীকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভায় তাদের ওই সম্মাননা দেওয়া হয়। তারা হচ্ছেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ আখতারুজ্জামান, গোপাল চন্দ্র পাল, লিয়াকত আলী ও এএইচএম আমিনুল ইসলাম হেলাল।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আতাহার। বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন অডিটর আব্দুর রব আল আমিন খোকন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি প্রমুখ।
ওইসময় সিনিয়র মোস্ট নিতাই লাল হোড়, সাবেক সভাপতি মোখলেছুর রহমান আকন্দ, পিপি আব্দুল মান্নান, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবী, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু, গোলাম কিবরিয়া বুলু, আবুল মানসুর স্বপন, তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।
পরে দ্বিতীয় পর্বে আগামী ২৬ ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচন পরিচালনা করার জন্য আব্দুল মান্নান পিপিকে

চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। অপর ৪ সদস্য হচ্ছেন জাহিদুল হক আধার, শাহিদ উল্লাহ শাহী, আবু হেনা খন্দকার মমতাজুল করিম ও রওশন কবীর আলমগীর।




