টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ৪ ম্যাচে ৪টিতেই জিতে সুপার সিক্স পর্ব নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। পরে সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতেই নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ড বিশ্বকাপ। এখনও পর্যন্ত টুর্নামেন্টের দুই অপরাজিত দলের একটি বাংলাদেশ, অপরটি নেদারল্যান্ডস।

আগামী ৩০ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এখনও পর্যন্ত দলের পারফরম্যান্স, নিজের বোলিং নিয়ে বেশ খুশি লেগ স্পিনার রাবেয়া খান।
বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় আজ রাবেয়া বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি। এসব বাছাইপর্বে নিজেদের খুব কঠিন সময় দিতে হয়, কারণ খুব চিন্তার বিষয় থাকে কখন কী হয় না হয়। এদিক থেকে আমরা খুব ডমিনেট করেই পাঁচ ম্যাচ জিততে পেরেছি এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পেরেছি তাই আমরা অনেক খুশি।’

রাবেয়া আরও বলেন, ‘(সামনের ম্যাচে) স্কটল্যান্ডের সাথে খেলব। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা এই দলকে ছোট করে দেখব না। আমরা আমাদের প্রসেস অনুযায়ী খেলব। খুব ভালো লাগার বিষয়, আমি আমার বোলিং নিয়েও খুব খুশি বলব। দলের প্রত্যেক প্লেয়ারই ভালো শেইপে আছে। তারা র্যাঙ্কিংয়েও আগাচ্ছে। বোলার-ব্যাটার সবাই ভালো ছন্দে আছে আশা করি এটা সামনে কাজে দিবে।’




