শেরপুরে স্মরণসভায় বক্তারা
শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সর্বোচ্চবার নির্বাচিত সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট ছাইফুল ইসলাম কালামের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার রাতে অ্যাডভোকেট ছাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের উদ্যোগে জেলা আইজীবী সমিতির অডিটোরিয়ামে ওই স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

ওইসময় তিনি বলেন, অ্যাডভোকেট ছাইফুল ইসলাম কালাম দলমতের উর্ধ্বে একজন সার্বজনীন ব্যক্তিত্ব ছিলেন। জনপ্রতিনিধি না হয়েও অহিংস রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা, ক্রীড়া, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। এজন্য শেরপুরবাসী তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে। তিনি তার স্মৃতি ধরে রাখার স্বার্থে একটি স্মারক গ্রন্থসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নামকরণের উপর গুরুত্বারোপ করেন।
অ্যাডভোকেট ছাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, বিশিষ্ট নাগরিক ও সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জেলা বিএনপি সাবেক আহবায়ক মো. হযরত আলী এবং শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু।

অ্যাডভোকেট ছাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তেরাবাজার মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হরিদাস সাহা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের তনয়া প্রকৌশলী এলিজা সুলতানা মিতুল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।
আলোচনা শেষে ছাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মরহুম ছাইফুল ইসলাম কালামের রূগের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় অ্যাডভোকেট ছাইফুল ইসলাম কালামের রাজনৈতিক সতীর্থ, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ উপস্থিত ছিলেন।




