শেরপুরের শ্রীবরদীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি পালনে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকদের কর্মসুচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। সারাদেশের ন্যায় শ্রীবরদীতেও ওই কর্মবিরতি পালন করা হয়।

এরই অংশ হিসেবে ১৩ অক্টোবর সোমবার শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটশন এ কর্মবিরতি পালন করেন। সকাল থেকে শিক্ষকগন পাঠদান না করে বসে থাকেন।
ওইসময় বক্তব্য রাখেন শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটশনের প্রধান শিক্ষক মোঃ রতন মিয়া, সহকারী প্রধান শিক্ষক রুবিয়া বেগম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুস সবুর মিয়া, আফরোজা খাতুন, আলীম অর রাজী শিপার, শিখা রাণী দে, ফাতেমাতোজ জহুরা প্রমুখ। এছাড়াও ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে পাঠদান না করায় ভোগান্তিতে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটশনের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ জোবায়ের, নবম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান জোহান অর্নব, আসতিয়াদ হোসেন সোয়াদ বলেন, আমরা সকাল থেকে স্কুলে এসে বসে আছি। স্যারদের কর্মবিরতি চলছে, তাই ক্লাস হচ্ছে না, সামনে বার্ষিক পরীক্ষা এভাবে ক্লাস না হলে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হবে।

