বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা পাহাড়ি গ্রামে সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে। একইদিন সীমান্ত জনপদে বসবাসরত হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৪ শতাধিক নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয় বস্ত্রসামগ্রী।

৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে শ্রীবরদীর হাড়িয়া কোনা ব্যাপিষ্ট চার্জ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষিয়ান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা এলিও মৃ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহব্বায়ক আবু রায়হান মো আল বেরুনী।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আঙ্গুর ও সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আল আমিন চাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজিব জেংচামের সঞ্চালনায় এ সময় বিএনপি নেতা হাজী সোলায়মান কবির, রফিকুল ইসলাম, শহিদুর রহমান শহীদ, যুবদল নেতা আরজু, হোসাইন, আলিম, স্থানীয় বিএনপি নেতা বাঁধন, বিদ্যুৎ, মাসুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ,কয়েক শতাধিক আদিবাসী নারী ও পুরুষ এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও পুরুষ দলের খেলোয়াররা রশি টানাটানি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ী দলগুলোর মাঝে ছাগল ও ভেড়া এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

