হঠাৎ বিনা নোটিশেই
বইয়ে দিলে
লু হাওয়া,
এমনতো কথা ছিলো না
প্রেম বোধের
চাওয়া-পাওয়া।

অসাবধানে কাছে চলে গেলে
হালের আতংক রাসেল ভাইপারও
দেয় সাবধান বার্তা- আওয়াজ,
আমার বেলায় কী এমন হলো
এমনতো নয়, চাওয়া-পাওয়ায়
করেছি লিমিট ক্রস।
বলো, কেনো বিনা দোষে দংশন
কেনো আলুথালুয় নীল
পদ্মলোচন আজ,
কেনো ইশারায় মৌনতায় অবিরত
ডেকেও বিষাদের বর্ণমালায় খেলে
পাখি বাজ?

তবুও ফুরায় না সময়ের প্রত্যাশা
মোষাজোঁক মরে যদি
চুম্বনের নুনে,
প্রেমে তাপে দগ্ধ প্রাণে
গোধূলির গল্প ফুরায় যদি
পাঁজরভেজা দিনে।
(২২/০৬/২৪ ইং)

