চেল্লাখালি, মালঝি, মৃগী, ভোগাইয়ের শেরপুর
ব্রহ্মপুত্রের পূর্ব পাড়ে দেখি যত দূর
ব্রহ্মপুত্রের উত্তর পাড়ে দেখি যত দূর

গারো পাহাড়ের নিচে করি মোরা বাস
ধান-পাট আর সবজিতে সুখী বার মাস।
তুলসীমালা ধান নিয়ে করি যে বড়াই
মাছের কথা কী আর বলবো তুলনা তার নাই
বিল ঝিল আছে যত সবই ভরপুর
মধুটিলা-গজনীতে দেখি রূপের বান
মায়াবী লেক দেখে সবার জুড়ায় পরাণ
নানান জাতি ধর্মের মানুষ থাকি একসাথে
বিপদে-আপদে মোরা হাত রাখি হাতে
নিষ্কলুষ আছে মোদের সবার অন্তঃপুর।

বাউল গান জারি গান মোদের সম্পদ ভাই
পুথি পাঠেও আমরা সেরা তুলনা তো নাই
ক্ষেত খামারে দিনে রাতে শুনি গানের সুর।