ads

বুধবার , ৩০ ডিসেম্বর ২০২০ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২য় ধাপ পৌর নির্বাচন : বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৪ মেয়র নির্বাচিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২০ ৩:১১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার আজ মঙ্গলবার শেষ হয়েছে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চারজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া সাতজন সাধারণ কাউন্সিলরও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩০ ডিসেম্বর বুধবার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন সংশ্লিষ্ট রিটানিং অফিসাররা। এদিন প্রতীক বরাদ্দের পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারি।

Shamol Bangla Ads

এ ধাপের মনোনয়নপত্র প্রত্যাহার শেষে মেয়র পদে প্রার্থী রয়েছেন ২১৪ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২৭৩জন। এ ধাপে তিন পদে মোট প্রার্থী সংখ্যা ৩২২১ জন। মোট ২২৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এরমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের ৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৭জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর, পাবনার ভাঙ্গুরা, পিরোজপুর সদর ও নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা।

এর আগে, ৬১ পৌরসভায় তিন পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৫৬২ জন। বাছাইয়ে বাদ পড়ে ১৪৭টি মনোনয়নপত্র। ফলে বৈধ প্রার্থী ছিল ৩৪১৫ জন। মেয়র পদে একক প্রার্থী ছিল দুই পৌরসভায়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় শেষ হয় আজ।

Shamol Bangla Ads

আগামী ১৬ জানুয়ারি এ ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। দ্বিতীয় ধাপে ইভিএমে ভোট হবে ২৯টি পৌরসভায়। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হবে। এবার পৌরসভার ভোট চার ধাপে অনুষ্ঠিত হবে।

দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। ইতিমধ্যে তিন ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় ভোট হবে ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।

উল্লেখ্য, স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর দলীয় প্রতীকে একযোগে দেশব্যাপী ২৩৪ পৌরসভায় নির্বাচন হলেও এবারে চার ধাপে এ নির্বাচন হবে। ওই নির্বাচনে ২০ দলের প্রার্থীরা অংশ নিয়েছিল। ভোট পড়েছিল ৭৩ দশমিক ৯২ শতাংশ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!