ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত গারো পাহাড়ে ২২ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে এক হাতি শাবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, বন্যহাতির দল তাওয়াকুচা সীমান্তে মল্লিকের মৎস্য প্রজেক্টের কাছ দিয়ে যাবার সময় পুকুরের পানিতে পড়ে শাবকটির মৃত্যু ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত হাতি শাবকটিকে মা হাতিসহ ক্ষিপ্ত বন্যহাতির দল ঘেরাও করে রেখেছে। শেরপুরের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।