ঝিনাইগাতী প্রতিনিধি ॥ ঝিনাইগাতী উপজেলায় জঙ্গি উত্থান সম্ভাবনাময় মাদ্রাসাগুলোতে নিয়মিত মনিটরিং করে আসছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তিনি প্রায় প্রতিদিন এ উপজেলার মাদ্রাসাগুলোতে মাদ্রাসা চলাকালে ১/২টি মাদ্রাসা মনিটরিং করেন। মনিটরিংকালে তিনি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জঙ্গি উত্থান দমন সম্পর্কে বক্তব্য রাখেন। মাদ্রাসাগুলোতে জঙ্গি উত্থান দমন প্রসঙ্গে তার প্রধান বক্তব্য হচ্ছে, ধর্মভীরু হওয়া ভালো। তবে ধর্মান্ধ হওয়া যাবে না। এভাবেই তিনি প্রায় প্রতিদিন মাদ্রাসা গুলোর সকল কর্মকান্ড মনিটরিং করে আসছেন। ওসি মিজানুর রহমানের এ ধরনের কর্মকান্ডে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরাও।
