স্টাফ রিপোর্টার : ২৪ নভেম্বর মঙ্গলবার শেরপুরের সূযর্দী গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কামারিয়া ইনিয়নের সূর্যদী বানিয়া বাজারস্থ শহীদ আইজ উদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে স্থানীয় শহীদ আইজউদ্দিন দাখিল মাদরাসা মাঠে, কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রজন্ম-৭১ এর কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জিন্নাত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল বারি চান, আব্দুল হামিদ প্রমুখ। ওইসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে সূর্যদী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনীতিক, সমাজসেবক এম এ হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানী কমান্ডার মোঃ গিয়াস উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সূর্যদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সাহা, শহীদভ্রাতা মোশারফ হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা তাপস সাহা, শফিকুল ইসলাম, আব্দুল বারি চান, সাবেক ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ওইদিনে পাকহানাদার বাহিনীর সদস্যরা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় একজন মুক্তিযোদ্ধাসহ সূর্যদী গ্রামের নিরীহ ৩৯ জন মানুষকে গুলি করে হত্যা করে। পরে ওই গ্রামের ২ শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। একাত্তরের সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে এলাকাবাসীকে।




