স্টাফ রিপোর্টার : ‘জ্ঞানই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারি ও স্কুল কলেজের শিক-শিার্থীরা অংশ গ্রহণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। দুপুরে স্থানীয় জি.তে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“জ্ঞানই জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর মঙ্গলবার শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জামতলা চত্বরে কৃষি অফিসার এফএম মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, এডিপি ব্যবস্থাপক মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। র্যালিতে অংশ গ্রহণ করে বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারি ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী।
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন, কারিতাস ও এসডিএফ এর সহযোগিতায় ১৩ অক্টোবর মঙ্গলবার র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ উপলে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সহকারী (ভূমি) কমিশনার কাজি মাহাবুব-উর-রহমানের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্য বিষয় ”জ্ঞানই জীবন” এই বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রফিক, ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির এডিপি ম্যানেজোর অরবিন্দ সিলভেষ্টার গমেজ ও প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী প্রমুখ।
এতে শিক্ষার্থী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও এলাকার সর্বসাধারণের অংশগ্রহন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আবু সাঈদ মোল্লা।
