নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজারে গলায় ব্লেড বসিয়ে জবাই করে আত্মহত্যা করেছেন রহমত আলী (৮০) নামে এক বৃদ্ধ। ২৮ সেপ্টেম্বর সোমবার রাত ৮ টার দিকে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, দুই সন্তানের জনক বৃদ্ধ রহমত আলী দীর্ঘদিন যাবত এজমা (শ্বাসকষ্ট) রোগে ভোগছিলেন। ব্যক্তি জীবনে অস্বচ্ছল এ বৃদ্ধ নয়াবিল বাজারস্থ সরকারী একটি পরিত্যক্ত ভবনে বসবাস করতেন এবং পার্শ্ববর্তী জামে মসজিদে খন্ডকালীন মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। সোমবার এশার নামাযের সময় সবার অজান্তে নিজ গলায় ব্লেড বসিয়ে নিজেই জবাই হন। পরে স্বজনেরা টের পেয়ে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে তার আত্মহত্যার কারন জানা যায়নি। শ্বাসকষ্ট ও মানসিক বিকারগ্রস্ততায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।




