স্টাফ রিপোর্টার : শেরপুরে ১১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের শেরি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামের জহুর আলীর ছেলে হাতেম আলী (৩২) ও একই উপজেলার চাঁদগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে বেলায়েত হোসেন (৩৮)।
জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রির উদ্দেশে সিএনজিযোগে জামালপুর থেকে নন্নী যাওয়ার পথে বৃহস্পতিবার আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শেরি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওয়ারীশ ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।