কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর আমড়াজুড়ি আবাসন প্রকল্পের কাছে রনদুত প্লাস নামে একটি লঞ্চের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
লঞ্চের মাস্টার মোঃসাইফুল ইসলাম সাজ্জাদ জানান, রনদূত প্লাস নামে লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিলো। পথে সকাল ৮টার দিকে কাউখালীর লঞ্চ ঘাটের দুই কিলোমিটার দুরে সন্ধ্যা নদীর আমড়াজুড়ির কাছে এলে লঞ্চটির ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় লঞ্চটিকে আমড়াজুড়ি আবাসন প্রকল্পের চরে নোঙর করা হয়।খবর পেয়ে স্থানীয়রা ও কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরাজুড়ি ফেরির সহতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুন নিভাতে এসে শহিদুল মিলন ও নামে স্থানীয় এক যুবক পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। লঞ্চ সুপারভাইজার সাজ্জাদ জানান লঞ্চ অর্ধ শতাধিক যাত্রী ছিল। অগ্নিকান্ডের নিয়ন্ত্রণে আনার সময় লঞ্চের ভিতরে দোকান ভাঙার সময় কাউথালী থানার পুলিশ চাইনিস কুড়াল সহ কচুয়াকাঠী গ্রামের সোহেল (২৫) কে পুলিশ গ্রেফতার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম ঘটনা¯হল পরির্দশন করেছে।
