ময়মনসিংহ প্রতিনিধি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহজাহানপুরে পানির পাইপে শিশু জিহাদ উদ্ধার কার্যক্রম আমরা পরিত্যক্ত ঘোষণা করি নি। উদ্ধারকাজে অনেকেই এগিয়ে এসেছে এবং বিজিবিও উদ্ধারকাজ চালিয়ে যাবার কথা বলেছিলাম। তিনি ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখোলা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুস সাত্তার, পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরআগে তিনি হেলিকপ্টারযোগে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন এবং র্যাব-১৪ এর জন্য বাইপাস এলাকায় র্যাবের নিজস্ব ভবন তৈরীর জন্য জমি পরিদর্শণ করেন। এসময় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, র্যাব-১৪ এর ডিজি রফিকুল ইসলামসহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
