মো. শাহ জামাল, জামালপুর : পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, বেগম খালেদা জিয়ার হুঙ্কার কোন কাজে আসবে না। নির্বাচনী ট্রেন ফেল করা খালেদার আগের আন্দোলন মোকাবেলায় মাঠে শুধু পুলিশ ছিল। এবারের আন্দোলনের নামে যানবাহনে পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যার প্রতিকারে পুলিশের পাশাপাশি আ’লীগ-ছাত্র-যুবলীগও মোকাবেলা করবে। তিনি ২৬ ডিসেম্বর জামালপুরের মেলান্দহ নাংলা ইউনিয়নের নইলেরঘাটে ৫৬লাখ টাকা ব্যায়ে নবনির্মিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন (কমিউনিটি ক্লিনিক) উদ্বোধন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় এক সমাবেশের বক্তব্যে ওই কথা বলেন।

তিনি বলেন, বিএনপি’র আমলে ৫শ’ টাকার সার ২হাজার টাকায় কিনতে হয়েছে। সার-তেলের জন্য মানুষ মারাগেছে। ফসলের দিকে তাকালে বুঝা যেত কোন কৃষক আ’লীগ আর কোন কৃষক বিএনপি’র। আমরা প্রতিকেজি সার ১৬টাকায় দিচ্ছি। যা ১কেজি পানির মূল্য ২০টাকার চেয়েও কম।
ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: হাফিজুর রহমান, ইউএনও রেজাউল করিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক নিরঞ্জন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন, স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: শামসুল হক, প.প. কর্মকর্তা মীর মাসুদ রহমান, আ’লীগ যুগ্ম আহবায়ক মো: জিন্নাহ, সাবেক চেয়ারম্যান সালেক তালুকদার কাজল, আ’লীগ নেতা মাহফুজুল হক মাফল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী।
