তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ এর ৪র্থ বিজিবি দিবস উপলক্ষে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন, পিবিজিএমএস কর্তৃক সাড়ে ৭টায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পতাকা উত্তোলন, বিশেষ দরবার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এর পর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল আলীম তরফদার, এইচডিএমসি, পিএসসি, ৪৪ পদাতিক ব্রিগেড, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক এবং কুমিল্লাস্থ বিভিন্ন সংস্থার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক্স/প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেড কমান্ডার তাঁর স্বাগত বক্তব্যে বলেন- বর্ডার গার্ড বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।
