নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রেমিক প্রেমিকা উধাও, থানায় অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের মিনহাজ উদ্দিনের ৮ম শ্রেণীতে পড়ুয়া সুন্দরী মেয়ের সাথে রিধইল গ্রামের টুকু মিয়ার ছেলে খোকন মিয়ার প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। একে অপরের মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি হলে গত ১৪ই সেপ্টেম্বর রাতে তারা দু’জন বিয়ে করার জন্য বাড়ি থেকে উধাও হয়ে যায়। এরপর মেয়ের বাবা ও আত্মীয়-স্বজনরা ওই মেয়েকে উদ্ধার করার জন্য চেষ্টা চালায়। এরপর গত ১৮ই সেপ্টেম্বর নন্দীগ্রাম থানায় মিনহাজ উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করে। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে খোকন মিয়া (১৭) তার ভগ্নিপতি নন্দীগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের জাহেদুল বারীর ছেলে রেজভী আহমেদ (২৮) ও পিতা টুকু মিয়া (৫০) কে গ্রেপ্তার করে। একই সাথে ওই মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূলত বিষয়টি প্রেম ঘটিত হলেও থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। একাধীক সুত্রে জানা গেছে, ওই মেয়ের সাথে খোকন মিয়ার প্রথমে মোবাইলে সম্পর্ক পরে সরাসরি প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। তারা উধাও হয়ে গিয়ে বিয়ে করেছে বলে জানা যায়। এ ব্যাপারে থানার এসআই আকিবুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ওই বিষয়ে থানায় অপহরণ মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।